দিল্লিতে ইসরাইল দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ

ভারতের নয়া দিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দিল্লি পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টা ৫ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের স্পেশাল টিম। বিস্ফোরণের আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে পুরো এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে দিল্লি প্রশাসন।

দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, একটি ফুটপাতের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিজয় চক থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে এ বিস্ফোরণ ঘটে। যেখানে বিটিং রিট্রিট অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভিভিআইপি অতিথিরা উপস্থিত ছিলেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, দিল্লির অন্যতম নিরাপত্তাবেষ্টিত এলাকায় এ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক্সপার্ট সদস্যরা পৌছেছে।

 

টাইমস/এসএন

Share this news on: