বিমানবন্দরে স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ আটক ২

দেড় কেজি ওজনের ১২টি স্বর্ণের বার ও ৪৬৮ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কুমিল্লা চৌদ্দগ্রামের কামাল পারভেজ (৪১) ও চট্টগ্রামের লোহাগড়ার ফরিদুল আলম (৫০)।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেটের পাশের কার পার্কিং এলাকায় দুই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আর্মড পুলিশের অফিসে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় কামাল পারভেজের কাছে থাকা ব্যাগ থেকে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। ৯২৮ গ্রাম ওজনের এ বারগুলোর বাজার মূল্য ৫৬ লাখ টাকা।

এ ছাড়া তার কাছ থেকে ২৬৮ গ্রাম ওজনের তিনটি ব্রেসলেট, নয়টি চেইন, একটি লকেট, দুইটি কানের দুল, তিনটি আংটি, দুইটি গলার হার, একটি ঝাপটা পাওয়া যায়। এসব অলংকারের বাজারমুল্য ১৪ লাখ টাকা। এছাড়াও তার কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফোন এবং একটি বেসরকারি ব্যাংকের চেক পাওয়া যায়।

এদিকে আটক ফরিদুল আলমের কাছে পাওয়া যায় চারটি স্বর্ণের বার। যার ওজন ৪৬৪ গ্রাম। এ ছাড়া ৩৮ লাখ ২৪ হাজার ৮০০ টাকা মূল্যের অলংকার এবং নগদ টাকা পাওয়া যায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে যুক্ত। জব্দকৃত মালামাল কর্তৃপক্ষের গুদামে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
প্রতিদিন শ্যাম্পু ব্যবহার কি চুলের জন্য ক্ষতিকর? May 17, 2024
img
নাইজেরিয়ায় মসজিদে তালা লাগিয়ে ধরিয়ে দেয়া হলো আগুন, নিহত ১১ May 17, 2024
img
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ May 17, 2024
img
কুমিল্লায় বাস উল্টে নিহত ৫ May 17, 2024
img
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন May 16, 2024
img
এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় May 16, 2024
img
কানে প্রথমবারই নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা May 16, 2024
img
ব্যাংকঋণের সুদহার ১৪ শতাংশের বেশি হবে না: বাংলাদেশ ব্যাংক May 16, 2024
img
কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু : প্রাণিসম্পদমন্ত্রী May 16, 2024
img
ডোনাল্ড লু’র বক্তব্যের পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই: কাদের May 16, 2024