দিনাজপুরে চেয়ারম্যানের চেয়ারে আগুন দিলেন মেম্বার

দিনাজপুরের বিরামপুর উপজেলায় চাহিদা অনুযায়ী ভিজিডি কার্ড না পেয়ে চেয়ারম্যানের চেয়ারে আগুন লাগিয়ে দিয়েছেন সিরাজুল ইসলাম নামের এক ইউপি সদস্য। এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকারও করেছেন ওই ইউপি সদস্য।

শনিবার (৩০ জানুয়ারি) উপজেলার ২নং কাটলা ইউনিয়নে পুরাতন ইউপি অফিসে এঘটনা ঘটে। এসময় দরজার তালা ভেঙে অফিসে ঢুকে ভাংচুর ও চেয়ারম্যানের চেয়ারে আগুন ধরিয়ে দেন ওই মেম্বার।

কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন গণমাধ্যমকে জানান, ইউনিয়নের ১নং ওয়ার্ডে এবার ২৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ইউপি সদস্য আরও বেশি কার্ডের দাবি করে শনিবার কাটলা বাজারের পুরাতন ইউপি অফিসে ভাংচুর চালিয়েছে। চেয়ারম্যানের বসার চেয়ার বের করে তাতে আগুন লাগিয়ে দিয়েছেন।

অভিযুক্ত ইউপি সদস্য সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভিজিডি কার্ডের জন্য ১০ জনের নাম দিয়েছিলাম। কিন্তু আমার দেয়া একটা নামও চেয়ারম্যান তালিকায় রাখেননি। রাগের মাথায় চেয়ারে আগুন দিয়েছি। অফিসে ভাংচুর করার কথা সঠিক নয়।

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ