১৫ দিনের ছুটি নিয়ে নৈশপ্রহরী এখন মেয়র

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন সাইদুর রহমান। তিনি একটি কলেজের নৈশপ্রহরী পদে কর্মরত। নির্বাচনের জন্য কলেজ থেকে ১৫ দিনের ছুটি নিয়ে তিনি প্রচার প্রচারণার কাজ করেছেন। হয়েছেন পৌরসভার মেয়র।

মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। কিন্তু পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যে কারণে দলীয় পদ থেকে তাকে বহিষ্কারও করা হয়। তারপরও হাল ছেড়ে দেননি সাইদুর রহমান। বিজয়ী হয়েই ঘরে ফিরেছেন।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীর চেয়ে ৬১ ভোট বেশি পেয়ে সাইদুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। এঘটনায় রাজশাহী জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত মেয়র সাইদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমি সামান্য নৈশপ্রহরী হতে পারি কিন্তু মানুষের জন্য আমার ভালোবাসা অফুরন্ত। আমি মানুষের জন্য কাজ করতে চাই। করোনাকালে আমি মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। মানুষ আমার কৃতকর্ম মনে রেখেছে। তারা আমাকে নির্বাচিত করেছে। আমার এ বিজয়, জনগনের বিজয়। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

দলীয় সিদ্ধান্তের বিষয়ে সাইদুর রহমান বলেন, ইচ্ছা ছিল দল থেকে মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করব। মানুষের সেবা করব। কিন্তু দলীয় মনোনয়ন আমি পায়নি। তাই দল থেকে পদত্যাগ করেছি। আমি দলের বাইরে নই। মানুষের জন্য কাজ করতে পারাই আমার আসল উদ্দেশ্য।

 

টাইমস/এসএন

Share this news on: