চবিতে চালু হতে যাচ্ছে নতুন ডেমু ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হতে যাচ্ছে নতুন ডেমু ট্রেন। পাশাপাশি আগের দুইটি ডেমু ট্রেনও চলবে যথা নিয়মে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই নতুন এই ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এএম সালাউদ্দীন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় খুললে চট্টগ্রাম-চবি রুটে একটি নতুন ডেমু ট্রেন চলাচল করবে। ট্রেনটি চট্টগ্রাম থেকে প্রতিদিন ছেড়ে যাবে বিকেল ৪টা ৪৫ মিনিটে। আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। অপরদিকে চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে সন্ধ্যা ৬টায় এবং পৌঁছাবে সন্ধ্যা ৭টার দিকে।

চবি স্টেশন থেকে চট্টগ্রামের বটতলী রেল স্টেশনের দূরত্ব ২২ কিলোমিটার। রেললাইনের সংস্কার কাজ শেষ হলে এ রুটে ট্রেন চলবে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। যা পূর্বে চলতো ১৫-২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: