কাশ্মীর সীমান্তে পাক সেনার গুলিতে ভারতীয় জওয়ান নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। ওই জওয়ানের নাম লক্ষণ। তিনি ভারতের রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্রের বরাতে দেশটির গণমাধ্যম বলছে, বুধবার কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) দায়িত্বরত ছিলেন লক্ষণ। এসময় পাক বাহিনীর উস্কানিমূলক অতর্কিত গুলিবর্ষণে তিনি নিহত হন।

তবে ভারতীয় বাহিনীর এমন দাবির প্রতিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করেনি।

ভারতীয় গণমাধ্যম বলছে, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার। এর পর থেকেই পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে নানা ভাবে উস্কানি দিয়ে আসছে। উভয় দেশের সেনাদের মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

 

টাইমস/এসএন

Share this news on: