বগুড়ায় ১৫শ লিটার অ্যালকোহল জব্দ

বগুড়া শহরের করতোয়া হোমিও হলের ল্যাবরেটরিজে অতিরিক্ত মজুদ রাখা ইথাইল অ্যালকোহোল ও রেকটিফাইড স্পিরিটসহ বিপুল পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের নাটাইপাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় করতোয়া হোমিও ল্যাবরেটরিজের গোডাউন থেকে ১৫শ’ লিটার ইথাইল অ্যালকোহল জব্দ করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ জানান, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি বাসায় অবৈধ রেকটিফাইড স্পিরিটের কারখানা গড়ে তোলা হয়েছিল। এখানেই হোমিও ওষুধ তৈরির আড়ালে স্পিরিটের সঙ্গে খাওয়ার অযোগ্য মিথানল ও ইথানল মিশিয়ে তৈরি হচ্ছিল ‘বিষাক্ত বাংলা মদ’।

এর আগে গতকাল বুধবার পারুল ল্যাবরেটরিজের মো. নুরুন্নবী, মুন হোমিও হলের আব্দুল খালেক, হাসান হোমিও ফার্মেসির কর্মচারী আবু জুয়েল ও করতোয়া হোমিও হলের শহিদুল আলম সবুরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ