রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহন করে যাচ্ছে। এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে। এ বিষয়ে আমরা সবাই মিলে একযোগে কাজ করবো।

সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পোশাক রফতানিসহ বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র আমাদের সকল সিটি কর্পোরেশন ইস্যুতে কাজ করতে চায়। তাদের একটা প্রোগ্রাম আছে সিডিসি, সেটা নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায়।

স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, বাংলাদেশে একটা মডেল ডেভলপ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুর ও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এই মডেল রয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: