চাকরি দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ, স্টেশন মাস্টার গ্রেপ্তার

চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে নাটোরের নলডাঙ্গার মাধনগর স্টেশন থেকে মঈন উদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় স্টেশন ম্যানেজার মঈনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এক গৃহবধূ। মামলায় বলা হয়েছে, মঈন উদ্দিন চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে রাজশাহীতে কর্মরত থাকাকালীন ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের সূত্র ধরে স্টেশন ম্যানেজার মঈন উদ্দিন আজাদের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। এরপর ফেসবুকে তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। এক পর্যায়ে মঈল উদ্দিন আজাদ ওই নারীকে রেলওয়েতে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আট লাখ টাকা দাবি করেন। পরে দুই লাখ টাকা অগ্রিম নেন মঈন উদ্দিন আজাদ।

মামলায় আরও বলা হয়েছে, টাকা নেয়া ছাড়াও চাকরি দেয়ার কথা বলে ওই নারীকে নিজের বাসায় ডেকে নিয়ে গত ১৭ জানুয়ারি ধর্ষণ করেন মঈন উদ্দিন আজাদ। ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন ওই নারীকে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানান, স্টেশন মাস্টার মঈন উদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন কারাগারে রয়েছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ