ভ্যাকসিন নিলেও মাস্ক পরতে হবে : প্রধানমন্ত্রী

মহামারি করোনাভাইরাস নির্মূল করতে ভ্যাকসিন নেয়ার পরেও সবাইকে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, করোনার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাস্ক ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়া অব্যাহত রাখতে হবে।

সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, একটা নির্দেশনা থাকবে; সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। যারা করোনার টিকা নিয়েছেন তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার জন্য ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগে। ১৫ দিনে নিতে হবে বা এক মাসের মধ্যে নিতে হবে এমন না। এটা তিন মাস পর্যন্ত ইফেকটিভ থাকে। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি সেকেন্ড ডোজ দিয়ে দেয়ার কাজ শুরু করব।

 

টাইমস/এসএন

Share this news on: