সুন্দরবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার আগুন লাগে। প্রায় সাড়ে ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আগ্নিকান্ডে বনভূমির প্রায় ৩ শতাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে সিপিজি সদস্য, স্থানীয় লোক ও বনরক্ষীদের নিয়ে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্ত এতক্ষণে ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ির এক কিলেমিটার ভেতরে প্রায় তিন শতাংশ বনভূমি পুড়ে গেছে। তবে বড় ধরণের কোনো গাছ পোড়েনি বলে দাবি করেন তিনি।

আগুন লাগার কারন এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে।

এদিকে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন কর্মকর্তা এসএম আব্দুল ওয়াদুদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। বনের গাছের পাতা পড়ে দেড় বা দুই ফুট উঁচু স্তর তৈরি হয়েছে। যার ফলে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: