টিকার ভয় কেটে গেছে: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান বলেছেন, প্রথম দিকে করোনাভাইরাসের টিকা নিয়ে কারও কারও মধ্যে ভয় ছিলো। এখন তা কেটে গেছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, অস্থিরতা কোনো কারণ নেই। পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের আছে। আরও ভ্যাকসিন আমরা পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে। ইতোমধ্যে ছয় লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছে। আমরা চাইছি সবাই নিরাপদে এবং আনন্দের সঙ্গে টিকা নেবে। তার সকল আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য সচিব বলেন, সব মিলিয়ে দেশে টিকা নিয়ে কোনো সঙ্কট হবে না। যতদিন জনগণ টিকা নিতে চাইবে, টিকার মূল্য যাই হোক আমরা তার ব্যবস্থা করবো। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সুরক্ষা দিতে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি।

 

টাইমস/টিটি

Share this news on: