ইদের পর ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইদের পর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.এস এম মনিরুল হাসান বলেন, "করোনা ভাইরাসের কারণে এবারে সব কিছু দেরিতে হচ্ছে। সামনে রোজা, ভর্তি পরীক্ষা বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্যও সময়ের প্রয়োজন আছে। তাই রোজার ইদের পর পরীক্ষার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা সশরীরে হবে। চুড়ান্ত সিদ্ধান্ত আরো পরে জানানো হবে।’’

গত বছর ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন। প্রতি আসনে আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।


টাইমস/নওশাদ/এনজে

Share this news on:

সর্বশেষ