রাজনীতি করতে হলে জনগণের কথা ভাবতে হবে : প্রধামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি টিকে থাকতে জনকল্যানের কথা চিন্তা করতে হবে। লোভ নিয়ে রাজনীতি করলে তা সম্ভব না। বুধবার (১০ ফেব্রুয়ারি) আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গণবভন থেকে ভার্চুয়ারি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

যুবলীগের উদ্দেশে শেখ হাসিনা বলেন, শুধু বক্তৃতা-স্লোগান নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। জাতির পিতার আদর্শ বুকে নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যেখানে একজন মানুষও ক্ষুধার্ত থাকবে না। দারিদ্র্য থাকবে না।

প্রধান্মন্ত্রী বলেন এদেশে তরুণ সমাজের জন্য কাজ করতে হবে। যেন তারুণ্য থেকেই বিনিয়োগকারী সৃষ্টি হয়। যেন তাদের জ্ঞান তাদের মেধা দিয়ে যেন এদেশকে এগিয়ে নেয়া যায়।

এসময় সরকারের নানা উন্নয়নের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এরশাদ, জিয়া ও খালেদা জিয়া যারাই ক্ষমতায় ছিল প্রত্যেকে নিজেদের ভাগ্য নিয়ে ব্যস্ত ছিলেন। মানুষের জন্য কিছু করেননি। আওয়ামী লীগই মানুষের জন্য কাজ করেছে, করছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: