ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত ১৫

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বারোবাজার সংলগ্ন যশোর-ঝিনাইদহ মহাসড়কে যশোরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আহত হয়েচেন অন্তত ১৫ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on:

সর্বশেষ