চীনে নিষিদ্ধ হলো বিবিসি

উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে উস্কানিমূলক প্রতিবেদন প্রচার করায় বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করেছে চীন। দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উইঘুর ও করোনাভাইরাস নিয়ে সংবাদ সম্প্রচার করায় বিবিসির ব্যাপক সমালোচনা করেছে চীন। দেশটি শুধু বিবিসির সমালোচনা করেই থেমে থাকেনি, তারা বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে।

তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি ব্রিটিশ মিডিয়া রেগুলেটর অফকম চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই শি জিন পিংয়ের সরকার বিবিসি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে চীনে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন বরাবরই গণমাধ্যমকে সঙ্কুচিত করে রেখেছে। বিবিসি বন্ধ করার নির্দেশ তারই অংশ।

 

টাইমস/এসএন

Share this news on: