ইয়াঙ্গুনের রাস্তায় রক্তিম গোলাপে জ্বালাময়ী প্রতিবাদ

মিয়ানমারে জান্তা সরকার বিরোধী লাগাতার আন্দোলনের অংশ হিসেবে এবার ব্যতিক্রমী কর্মসূচি পালন করছে দেশটির বিক্ষুব্ধ জনতা। জান্তা সরকারের জন্য রাস্তার ওপর সারি সারি ফুলের তোড়া সাজিয়ে রেখে নীরব প্রতিবাদ শুরু করেছেন তারা।

বৃহস্পতিবার দেশটির বড় শহর ইয়াঙ্গুনে ব্যতিক্রমধর্মী এই প্রতিবাদ লক্ষ্য করা গেছে। একই ভাবে রাস্তায় ফুলের পাপড়ী ছিটিয়ে জান্তা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়।

একই দিন দেশটির মান্দাল শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন কয়েকশ চিকিৎসক। তাদের হাতে জান্তা সরকার বিরোধী নানা ধরণের প্যাক্যার্ড ও ফেস্টুন দেখা যায়।

স্থানীয় সাংবাদিকদের বরাতে রয়টার্স জানিয়েছে, ইয়াঙ্গুনে প্রতিদিনই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সাধারণ মানুষের এই বিক্ষোভ দমাতে রীতিমত হিমশিম খাচ্ছে মিয়ানমারের সেনা সরকার।

এদিকে মিয়ানমারের চলমান সহিংস পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া। দেশ দুটি মিয়ানমারে শান্তি ফেরাতে উভয়পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ