ইসরাইলের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান উপসাগরে ইসরাইলের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজটি ক্ষতিগ্রস্থ হলেও নিরাপদ স্থানে পৌছেছে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে, তাঞ্জানিয়া থেকে ভারত যাওয়ার পথে ওমান উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় ইসরায়েলের জাহাজটি। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দর কেন্দ্রিক 'এক্সটি ম্যানেজমেন্ট' কোম্পানীর মালিকানাধীন।

এদিকে মালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসরায়েল। কিন্তু তেহরান ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এ ঘটনায় ইরানের পররাষ্ট্র দপ্তরের বরাতে পার্স টুডে জানিয়েছে, শান্তিপূর্ণভাবে পণ্যপরিবহনে নিয়োজিত কোন জাহাজ ইরানের লক্ষ্যবস্তু নয়। ইরান সব সময় গ্রহণযোগ্য পদক্ষেপে বিশ্বাসী।

 

টাইমস/এসএন

Share this news on: