পিষ্ট প্রাণ

জীবনের যাঁতাকলে পিষ্ট আজ নিষ্পাপ প্রাণ
টিকে থাকাই দুষ্কর, যাবে বুঝি অনেক সাধের জান।
ক্ষণিকের ভুলে গড়ে ওঠা মহীরুহ
পিপাসা কাতর প্রাণীকেও করছে গুঁড়ো গুঁড়ো।

সময়ের স্রোতে নিজেকে করেছে পরিবর্তন
চক্রাকারের বৃত্তে শুধু চলছে পরিক্রমণ।
চারিদিকে হাহাকার আর বাড়ছে ক্রন্দন
নিষ্পেষিত মানুষের এই আজ অবলম্বন।

অসহায় মানুষের চোখ ভরে নয়ন জলে
বেদনা বিধুর ভঙ্গুর হৃদয় দগ্ধ শোকানলে।
শূন্যের মাঝে আশা খোঁজে, পুণ্যের ভিতর সুখ
না পাওয়াকে পাওয়ার বাসনায় আশায় বাঁধে বুক।

বিদ্রোহ জন্মে মনের কোণে
অনাগত দিনের কল্পনায় তাও থেমে যায় অল্পক্ষণে।
বুকের পাঁজর চাপড়ে সান্ত্বনা খোঁজে মনে মনে
কি নিদারুণ বিধান বিধি লিখেছেন এ কপালে।

দূর্বিষহ জীবন কাটে হতাশা মনঃকষ্টে
মুক্তিলাভের বাসনা জড়িয়ে আছে আষ্টেপিষ্টে।
নিরুপায় জীবন পতিত ধোঁয়াশায়
আপ্রাণ চেষ্টা তবু নতুন পথের আশায়।

 

লেখক: সমরেশ মন্ডল

Share this news on: