এক পায়ে বাংলা, দুই পায়ে দিল্লি জয় করব : মমতা

রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ এখন গরম। ভারতের ক্ষমতাসীন বিজেপি ও পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে চলছে মূল লড়াই। তৃণমূল কিংবা বিজেপি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।

এই যেমন সোমবার (৫ এপ্রিল) নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘এক পায়ে বাংলা জয় করব, দুই পায়ে দিল্লি।’

পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এবং চণ্ডীতলায় আয়োজিত সমাবেশে একথা বলেন তৃণমূল প্রধান।

মমতা সমাবেশে বলেন, আমি বাংলার যেখানে দাঁড়াব, সেখানেই জিতব। বিজেপিকে বাংলা ও দিল্লি থেকে সরাতে তৃণমূলই একমাত্র ভরসা হয়ে উঠেছে।’

এদিন সভা চলাকালের বক্তৃতার এক পর্যায়ে মমতা বলেন, ‘ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রধান আব্বাস সিদ্দিকি তো ‘গাদ্দার’। বাংলার সংখ্যালঘুরা অতীতের যেকোনও সময়ের চেয়ে সুরক্ষিত আছে, তারা অধিকার নিয়ে বেঁচে আছে। সংখ্যালঘু ভাই-বোনেরা গাদ্দারকে চিনে নিয়েছে।’

প্রসঙ্গত, মার্চের শুরু থেকেই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনী প্রচারণাকালে ধাক্কাধাক্কিতে এক পায়ে চোট পেয়েছেন মমতা। পায়ে ব্যান্ডেজ নিয়েই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিনই রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করছে। চলছে জোর প্রচারণা। তবে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ধারণা করা হচ্ছে, এই দুই দলের মধ্যেই জমে উঠবে ভোটের লড়াই।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ