অতিরিক্ত টুথপেস্ট শিশুদের জন্য ক্ষতিকর

অনেকে বাবা-মা তাদের শিশুদের ব্রাশ করার সময় অতিরিক্ত পরিমাণে টুথপেস্ট দিয়ে থাকেন। কিন্তু এটা শিশুদের জন্য মোটেও উপকারী নয় বলে গবেষকরা সতর্ক করেছেন।

সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি গবেষণায় দেখা গেছে যে, ৩-৬ বছর বয়সী ৩৮ শতাংশ শিশু দন্ত বিশেষজ্ঞদের সুপারিশকৃত নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি টুথপেস্ট ব্যবহার করে।

অতিরিক্ত টুথপেস্ট ব্যবহারের কারণে এই শিশুদের বিকাশমান দাঁতগুলোতে বর্ণহীনতা সমস্যা দেখা দিচ্ছে, যাকে চিকিৎসাবিদ্যায় ডেন্টাল ফ্লুরোসিস বলা হয়।

সিডিসি ও আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সুপারিশ হচ্ছে- এই বয়সী শিশুদের মায়েদের উচিত তাদের শিশুদের ব্রাশে একটি মটর দানার চেয়ে বেশি নয়, এমন পরিমাণে টুথপেস্ট দেয়া।

প্রায় ১৭শ’ শিশুদের উপর পরিচালিত সিডিসির এই গবেষণায় দেখা যায়, ৩৮ শতাংশ শিশু সুপারিশকৃত পরিমাণের চেয়েও বেশি পরিমাণে টুথপেস্ট ব্যবহার করে। এতে খাবার পানিতে অতিরিক্ত পরিমাণে ফ্লোরাইড মিশ্রণের ফলে ডেন্টাল ফ্লুরোসিস সমস্যা দেখা দিতে পারে।

এমনকি তিন বছরের নীচের শিশুদের ক্ষেত্রে এর চেয়েও কম পরিমাণ টুথপেষ্ট ব্যবহার করা উচিত বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। এসব শিশুদের ক্ষেত্রে ভাতের দানা পরিমাণ ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করা উচিত।

আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, শিশুদের দাঁতগুলো যখন মাড়ির নীচে বেড়ে ওঠে, তখন দাঁতের ক্ষয় শুরু হয়। কারণ অতিরিক্ত টুথপেস্ট ব্যবহারের ফলে ফ্লোরোসিস শিশুদেরকে প্রভাবিত করে। তবে এটা শিশুদের দাঁতের সার্বিক স্বাস্থ্যকে প্রভাবিত করে না। এটা দাঁতের উপর সাদা দাগ বা আঁকাবাঁকা ডোরা তৈরি করতে পারে।

শিশু বিশেষজ্ঞ ডা. জোনাথান শেনকিন বলেন, এটা আমদের জন্য একটা সতর্ক বার্তা যে, অধিকাংশ বাবা-মা এখনও টুথপেস্ট ব্যবহারের সঠিক দিকনির্দেশনা সম্পর্কে অবগত নই। এর প্রধান কারণ বিভিন্ন চিকিৎসকরা রোগীদেরকে টুথপেস্ট ব্যবহারের ব্যাপারে ভিন্ন ভিন্ন পরামর্শ দেন।

শিশু দন্ত বিশেষজ্ঞ ডা. অ্যালেন মেরি ডি. অ্যালিসিও বলেন, টুথপেস্ট ব্যবহারে সমস্যা দেখা দেয়ার প্রধান কারণ হচ্ছে শিশুদের দাঁত ব্রাশ করার সময় বাবা-মা পাশে থাকেন না। তাছাড়া, অনেক বাবা-মা শিশুদের দিনে দুইবার ব্রাশ করতে দেন, যা সবসময় তাদের জন্য সঠিক নাও হতে পারে।

এদিকে দুই বছর বয়স হবার আগে শিশুদের টুথপেস্টের সঙ্গে পরিচয় করিয়ে না দেয়াটাই উত্তম বলে মনে করে সিডিসি।

 

টাইমস/এএইচ/জিএস 

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024