যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে এক বন্দুকধারী উগ্র হামলা চালায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে এক বন্দুকধারী নিজের লাইসেন্স করা অস্ত্র নিয়ে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে প্রবেশ করেন। ওই কার্যালয়ে প্রবেশের পরই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুড়কে শুরু করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহতদের হাসপাতালে নেয়ার পর ৮ জনের মৃত্যু হয়।

ফেডএক্সের দুই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, উগ্র বন্দুকধারী অন্তত দশ থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।

ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যের পুলিশ দপ্তর জানিয়েছে, হামলা চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছেন। ওই এলাকায় নতুন কোনও হামলার আর আশঙ্কা নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ