এবার ১০ মার্কিন কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে ভøাদিমির পুতিনের সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। খবর আল জাজিরার

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র যা করেছে, সেই অনুযায়ী আমরাও প্রতিক্রিয়া জানাবো। আমরা যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমাদের সকল কূটনীতিককে তলব করেছি। তারা দেশে ফিরে আসবেন। একই সঙ্গে রাশিয়া জো বাইডেন প্রশাসনের ১০ কূটনীতিককে নিষিদ্ধ তালিকায় তুলে দিয়েছে।

এর আগে বিগত মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ ও নির্বাচনকালে সাইবার হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করে দেশটির কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জো বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়াও কঠোর অবস্থান ঘোষণা করেছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ