যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশসহ ১১৬ রাষ্ট্র

করোনা সংক্রমণ রোধে ১১৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এই ১১৬টি দেশ থেকে পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনও নাগরিক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।

সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ নির্দেশিকার এই তালিকা হালনাগাদ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

এর আগে গত সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ভ্রমণে সর্বোচ্চ সতর্কতার তালিকার চতুর্থ পর্যায়ে অনেকগুলো নতুন দেশকে অন্তর্ভূক্ত করা হচ্ছে। ফলে বিশ্বের ৮০ শতাংশ দেশই এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

তালিকায় যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানিসহ আরও কয়েকটি রাষ্ট্রকে ‘করোনার অতি উচ্চ সংক্রমণের’ দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, এই পদক্ষেপ বিভিন্ন দেশে মহামারি পরিস্থিতির পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে নেয়া হয়নি, বরং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতার পরিমার্জনের প্রতিফলন। যা মূলত যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিদ্যমান মহামারীর মূল্যায়নের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণে বিরত থাকুন’ তালিকায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিনল্যান্ড, মিসর, বেলজিয়াম, তুরস্ক, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেনসহ ১১৬টি দেশ রয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: