ইসরাইলের পরমাণু স্থাপনায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের গোপন পরমাণু স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। এঘটনার পরপরই সিরিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে ইসরাইলের গোপন পরমাণু স্থাপনা দিমোনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ ঘটনায় পারমাণবিক চুল্লির আশেপাশের এলাকায় সতর্ক সঙ্কেত বেঁজে ওঠে।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষনিকভাবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় ইসরাইল। এমনকি যে স্থাপনা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেই ঘাঁটিতেও আঘাত হেনেছে তেলআবিব।

সিরিয়ার সামরিক বাহিনীর এক বিদ্রোহী সদস্য রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলিরা দামেস্কের প্রায় ৪০ কিলোমিটার উত্তরপূর্বে দুমাইর শহরের কাছে কয়েকটি এলাকায় বিমান হামলা চালিয়েছে। ওই এলাকাগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থান আছে।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির রাজধানী দামেস্কের আশপাশের এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে তাদের সব হামলা সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে।

 

টাইমস/এসএন

Share this news on: