দিল্লিতে অক্সিজেন সংকটে ২৫ করোনা রোগীর মৃত্যু

ভারতে অক্সিজেনের অভাবে একটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে এ ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনার পর অক্সিজেন চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে হাসপাতাল কৃর্তপক্ষ।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দিল্লির গঙ্গারাম হাসপাতালের পক্ষে সরকারের কাছে একটি ‘এসওএস’ বার্তা দেয়া হয়। তাতে বলা হয়েছে, হাসপাতালটিতে আর মাত্র ২ ঘণ্টার অক্সিজেন রয়েছে। হাসপাতালটিতে রোগী রয়েছেন ৬০ জন। অক্সিজেন পর্যাপ্ত না থাকায় রোগীদের জীবন শঙ্কটাপন্ন।

এদিকে অপর এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জন মুমূর্ষু রোগী প্রাণ হারিয়েছেন। ভেন্টিলেটর এবং বাইপ্যাপ ঠিকমতো কাজ করছে না। ফলে ম্যানুয়াল ভেন্টিলেশনের ওপর নির্ভর করতে হচ্ছে। বড় ধরণের বিপদের আশঙ্কার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

টাইমস/এসএন

Share this news on: