দিল্লিতে অক্সিজেনের অভাবে ২০ করোনা রোগীর মৃত্যু

অক্সিজেন স্বল্পতার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে আরও ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে তাদের মৃত্যু হয়।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাতে অক্সিজেনের অভাবে ২০ জন অতি সংকটাপন্ন করোনা আক্রান্ত রোগীর মৃত্য হয়েছে। জয়পুর গোল্ডেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালটিতে একেবারেই অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল এমনটি নয়, বরং অক্সিজেন সরবরাহ কম ছিল। এতেই ২০ জন রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা দ্য হিন্দুকে জানিয়েছেন, শুক্রবার বিকাল ৫টায় আমাদের ৩ হাজার ৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। কিন্তু রাতে আমরা মাত্র এক হাজার ৫০০ লিটার অক্সিজেন পেয়েছি। চাহিদার তুলনায় অক্সিজেন কম পাওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের হিমশিম খেতে হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: