বইমেলায় মতিন রায়হানের ‘নদীমগ্ন বাউলের গান’

 

এবার বইমেলায় মতিন রায়হানের ‘নদীমগ্ন বাউলের গান’ কবিতার বই প্রকাশিত হয়েছে।

বেহুলা বাংলা প্রকাশনীর স্টলে তার বইটি পাওয়া যাচ্ছে।

কবি মতিন রায়হান বাংলাদেশ টাইমসকে বলেন, নদীবাহিত বাংলার জনপদের মানুষের প্রেম, ইতিহাস, ঐতিহ্য ও স্বপ্ন আমার এই কাব্যের মূল বিষয়। নদীকে এই কাব্যে নানাভাবে দেখানো হয়েছে।

তিনি বলেন, আমার কবিতায় কখনো নদী হয়ে উঠেছে কবির প্রেমিকা, কখনও ইতিহাস ও ঐতিহ্যের অংশ। আবার কখনও বা দূরবর্তী কোনো স্বপ্ন।

মতিন রায়হানের জন্ম ২২ জুলাই ১৯৬৭ সাল। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করেন। দুই দশকের বেশি সময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

তবে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করা এই কবি বর্তমানে বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on: