‘ভারতে অক্সিজেন সঙ্কট নিয়ে সমালোচনা করলেই সম্পত্তি বাজেয়াপ্ত’

অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করলে সম্পত্তি বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘পরিবেশ নষ্টের’ চেষ্টার অভিযোগে জাতীয় সুরক্ষা আইনে পদক্ষেপ নেয়ারও হুশিয়ারি দিয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যোগী আদিত্যনাথ বলেছেন, দেশ-বিদেশের পত্রপত্রিকায় ভারতে অক্সিজেনের তীব্র সংকট নিয়ে ফলাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে ভারতে অক্সিজেনের কোনও সংকট নেই। যথেষ্ট অক্সিজেন আমাদের মজুদ আছে।

ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যোগী আদিত্যনাথ বলেন, কোনও হাসপাতালে অক্সিজেন সংকট নেই। সরকারি-বেসরকারি সব হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। আইআইটি কানপুর ও আইআইএমের সহযোগিতায় আমরা অক্সিজেন নিরীক্ষা করতে যাচ্ছি।

আদিত্যনাথ বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হলেই অক্সিজেন লাগবে এমনটি নয়। মিডিয়া যা প্রচার করছে তা আরও বস্তুনিষ্ঠ হওয়া উচিত। তারপরও যদি কেউ অক্সিজেন সংকটের কথা বলে অপপ্রচার চালায়, তাহলে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ