৪০ টাকা কেজি চাল ও ২৬ টাকায় ধান কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার। আতপ ও সেদ্ধ দুই ধরণের চালই কেনা হবে। সেদ্ধ চাল প্রতি কেটি ৪০ টাকা, আতপ চাল প্রতি কেজি ৩৯ টাকা দরে কিনবে সরকার।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী জানান, ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কিনবে সরকার। এছাড়া ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান কেনা হবে।

আগামী ২৮ এপ্রিল থেকে ধান কেনা শুরু হবে। তবে চাল সংগ্রহ শুরু হবে ৭ মে থেকে। এই কার্যক্রম আগামী ৩১ আগস্ট শেষ হবে বলে জানান মন্ত্রী।

 

টাইমস/এসএন

Share this news on: