আল আকসায় ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলা (ভিডিও)

এবার আল আকসা মসজিদে ২৮তম রমজানে নামাজরত মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে অসংখ্য ফিলিস্তিনি মুসলিমকে আহত করা হয়েছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১০ মে) কয়েকশ’ ইসরাইলি সেনা আল আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল আকসা মসজিদের ওপর দিয়ে উড়তে থাকে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আল জাজিরাকে জানিয়েছে, হামলার ঘটনায় আহতদের কাছে যেতে স্বেচ্ছাসেবীদের বাধা দিচ্ছে ইসরাইলি সেনারা। এ হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৯ মে) লাইলাতুল কদরে জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে কয়েক হাজার নামাজরত মুসল্লির ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। ওই সময় সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছেন।

ভিডিও দেখুন-

 

টাইমস/এসএন

Share this news on: