রাশেদুল ইসলামের ‘পাগলামামা’

একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হলো কবি ও কথা সাহিত্যিক রাশেদুল ইসলামের শিশুতোষ গল্পগ্রন্থ ‘পাগলামামা’।

বইটি ইছামতি প্রকাশনী থেকে বের হয়েছে।

বইটি সম্পর্কে রাশেদুল ইসলাম বাংলাদেশ টাইমসকে বলেন, আমাদের সমাজে ধর্মান্ধ ও ধর্মপ্রেমীদের মধ্যে গভীর সম্পর্কের ধারা সৃষ্টি হয়েছে। এই বইয়ে আমি সমাজের অন্ধত্ব, জাগতিক কুসংস্কার দূর করতে চেয়েছি। এছাড়া মনের গহীনের অজানা স্রোত ও বিষাদের চিত্রও তুলে ধরেছি।

রাশেদুল ইসলামের গ্রামের বাড়ি যশোরের চৌগাছায়। তিনি বর্তমানে সরকারের বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন সদস্য।

রাশেদুল ইসলামের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মারাক্কেশের বাতাস’ ও ‘চাঁদের পাহাড়’।

 

টাইমস/টিআর/এক্স

 

Share this news on: