জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান, হামলা অব্যাহত রাখল ইসরাইল

ইসরায়েল-ফিলিস্তিনকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরাইল। বুধবার (১২ মে) তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর দিয়েছে।

এর আগে মঙ্গলবার (১১ মে) জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াবিষয়ক বিশেষ দূত টর ভেনেসল্যান্ড বলেন, আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাচ্ছি। অবিলম্বে তা বন্ধ করতে হবে। এজন্য ইসরাইল ও ফিলিস্তিনকেই ঐক্যমতে আসতে হবে।

জাতিসংঘের বিশেষ দূত আরও বলেন, জেরুজালেম ও গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে দু’পক্ষের নেতাদের দায়িত্ব নিতে হবে। কারণ এ হামলায় নারী ও শিশুরাও প্রাণ হারাচ্ছেন।

প্রসঙ্গত, সোমবার (১০ মে) থেকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ ইসরাইলি নিহত হয়েছেন। একই সময়ের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১০ জনই শিশু।

 

টাইমস/এসএন

Share this news on: