হামাসের রকেট বৃষ্টিতে বিপাকে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত চার শতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে গাজা উপত্যকায় কয়েকটি ফিলিস্তিনি ভবনে ভারী বোমা নিক্ষেপ করেছে ইসরাইল।

এদিকে পাল্টা প্রতিরোধ হিসেবে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ফিলিস্তিনি সংগঠনটির যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত পাঁচজন ইসরাইলি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরাইলের দেড় হাজারের বেশি রকেট আছড়ে পড়েছে। যার সবগুলোই ছুড়েছে হামাস। এতে ইসরাইলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া ইসরাইল সরকারের একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন ক্ষতিগ্রস্থ করেছে হামাস। ওই পাইপলাইনে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি।

ইসরাইলি সেনা বাহিনীর বরাত দিয়ে রয়টার্স বলছে, গাজা উপত্যকার অজ্ঞাত স্থান থেকে হামাস বিরতিহীনভাবে রকেট হামলা চালাচ্ছে। যা মোকাবিলা করতে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। পরিস্থিতি ক্রমেই ভয়াবহতার দিকে চলে যাচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: