ইসরাইলকে বুড়ো আঙুল দেখিয়ে আল আকসায় ঈদের জামাত

দখলদার ইসরাইলি বাহিনীর হুমকি ও বাধা উপেক্ষা করেই আল আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ মে) ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘাতের মাঝেই মুসলমানদের পবিত্র মসজিদুল আকসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি অংশ নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত ৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আল আকসা মসজিদ প্রাঙ্গণেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। গাজা উপত্যকা অবরুদ্ধ হয়ে পড়েছে। যে কারণে গাজায় ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল করেছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

কিন্তু মাহমুদ আব্বাসের ঘোষণার সত্বেও ঈদুল ফিতরের জামাতে আল আকসায় মানুষের ঢল নামে।

 

টাইমস/এসএন

Share this news on: