সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে সৈয়দ ফারুকের বই

 

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে ব্যতিক্রমী একটি বই লিখেছেন সৈয়দ ফারুক হোসেন।

বইটির নাম ‘বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম’।

এবার বইমেলায় বইটি প্রকাশ করেছে মেরিট ফেয়ার প্রকাশনী। বইটির দাম ২০০ টাকা।

বইটি প্রসঙ্গে লেখক সৈয়দ ফারুক বাংলাদেশ টাইমসকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজের এক শ্রেণির মানুষকে অসামাজিক করে তুলছে। তবে আমরা একটু সচেতন হলেই এর সুফলও ভোগ করতে পারি।

তিনি বলেন, বইটিতে যুবসমাজের অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি এর সুফল দেখানো হয়েছে।

এই লেখকের জন্ম নড়াইল জেলার লোহাগড়া থানার নোয়াগ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা সৈয়দ ফারুক ছোট বেলা থেকেই গল্প ও কবিতা লিখতে ভালোবাসতেন।

সৈয়দ ফারুক ছাত্রজীবনে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তার অসংখ্য প্রবন্ধ জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এছাড়া তার অনেক গবেষণামূলক প্রবন্ধ ও সৃজনশীল নিবন্ধও প্রকাশিত হয়েছে।
সৈয়দ ফারুকের রোহিঙ্গা বিষয়ক ‘রক্তাক্ত আরাকান : মানবিক বাংলাদেশ’ এবং ‘চিত্রা’ নামক নির্বাচিত কলামের দুইটি পুস্তকও প্রকাশিত হয়েছে বইমেলায়।

সৈয়দ ফারুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। বর্তমানে তিনি ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on: