ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার মালয়েশিয়া-ইন্দোনেশিয়া

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলা অবিলম্বে বন্ধ করা উচিত বলে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। উভয় নেতাই গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইয়াসিন ও উইদোদো এক ফোনালাপকালে এ আহ্বান জানান।

মুহিউদ্দিন ইয়াসিন টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের উচিত ইসরায়েলের সব প্রকার সহিংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়া।

তিনি বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে আজ অবধি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

 

টাইমস/এসজে

Share this news on: