বইমেলায় রুমেন আহমেদের ‘কাঁচের বয়ামে এলাচি জ্যোৎস্না’

একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত হলো রুমেন আহমেদের ‘কাঁচের বয়ামে এলাচি জ্যোৎস্না’ উপন্যাস।

টুম্পা প্রকাশনী থেকে প্রকাশিত এই উপন্যাসটি ৪৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বইটির দাম ২৬০ টাকা। তবে মেলায় ২৫ শতাংশ ছাড়ে ১৯৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

উপন্যাসটি প্রসঙ্গে রুমেন আহমেদ বলেন, মানুষ জ্যোৎস্নার রূপের সামনে খুবই অসহায়। এই উপন্যাসটি একটি যাপিত জীবনের গল্প নিয়ে রচিত হয়েছে। জীবনের নতুন নতুন অধ্যায়ের সঙ্গে পাঠককে পরিচিত করানোই আমার লক্ষ্য।

রুমেন আহমেদের বাড়ি যশোর জেলার কিশোরপুরের পাঁজিয়া গ্রামে। কবি ধীরাজ ভট্টাচার্য যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িতেই এই তরুণ লেখকের জন্ম। ছোট বেলা থেকেই লেখালেখির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

গত বছরের বইমেলাতেও পাঠাগার প্রকাশনী থেকে ‘পরীরাও চশমা পরে' নামে একটি উপন্যাস বের হয়েছিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে পাস করা রুমেন আহমেদ বর্তমানে ইন্টিগ্রেটেড ক্যারিয়ার সলিউশনের কো-ফাউন্ডার।

 

টাইমস/টিআর/এক্স

Share this news on: