লকডাউন বাড়লেও বাস-ট্রেন-লঞ্চ চলবে

চলমান কঠোর লকডাউন বা বিধিনিষেধ আরও এক ধাপ বাড়ানো হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউন থাকলেও আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন, লঞ্চ ও ট্রেন চলাচল করবে।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবারের লকডাউনে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলবে। তবে স্বাস্থ্যবিধি মেনে ধারন ক্ষমতার অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্ত দেয়া হয়েছে। এছাড়া সব যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গণপরিবহনের পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানসমূহ আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে।

এছাড়া ‘লকডাউন’ চলাকালে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

 

টাইমস/এসএন

Share this news on: