কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৫

পূর্ব কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। সোমবার রাতে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে দুটি গ্রামে এই হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় উগান্ডা সীমান্তবর্তী গ্রামে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটে।

উগান্ডার সীমান্তবর্তী তেশাবি গ্রাম ও বোগার নিকটবর্তী একটি উদ্বাস্তু শিবিরে চালানো এসব হামলার জন্য সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে কঙ্গোর সেনাবাহিনী ও স্থানীয় নাগরিক অধিকার গোষ্ঠীগুলো।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা জানিয়েছেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেসামরিকদের অপহরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে বন্দুকধারীরা একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। আগের সহিংসতার ভুক্তভোগীরা সেখানে আশ্রয় নিয়েছিল।

এ ঘটনার পর ইতুরি ও পার্শ্ববর্তী উত্তর কিভু প্রদেশে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বোগার নাগরিক অধিকার গোষ্ঠীর প্রধান আলবার্ট বাসগু টেলিফোনে রয়টার্সকে বলেছেন, প্রতিবেশীর বাড়িতে কান্নার আওয়াজ পেয়ে তিনি আক্রমণের ব্যাপারে সতর্ক হয়ে যান।

জাতিসংঘের জানিয়েছে, সেনাবাহিনী আগের বছর এডিএফের বিরুদ্ধে অভিযান শুরু করলে ২০২০ সালে বেসামরিকদের ওপর প্রতিশোধমূলক হামলা শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি, এতে ওই বছর তাদের হামলায় ৮৫০ জনেরও বেশি লোক নিহত হয়।

 

টাইমস/এসজে

Share this news on: