কঠোর লকডাউনে যাচ্ছে খুলনার তিন থানা

খুলনা মহানগরীর তিনটি থানা এলাকায় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ আরোপ করা হয়েছে। বুধবার (২ জুন) দুপুরে খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বলা হয়, পুরো খুলনা জেলা লকডাউন করার কোনো প্রয়োজন নেই। তবে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় আগামী ৪ জুন থেকে এক সপ্তাহ ‘কঠোর লকডাউন’ বলবৎ থাকবে।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মাদ গণমাধ্যমকে বলেন, এক সপ্তাহের জন্য খুলনা সদর, সোনাডাঙ্গা এবং খালিশপুর থানা এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই তিন থানা এলাকায় এক সপ্তাহের কঠোর লকডাউন থাকবে।

তিনি আরও বলেন, সভায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোরতা আরোপের সিদ্ধান্ত হয়েছে। ৪ জুন থেকে পরবর্তি এক সপ্তাহ এ লকডাউন কার্যকর থাকবে।

 

টাইমস/এসএন

Share this news on: