জনআস্থার তীব্র সংকটে বিএনপি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে বিএনপির থাকা না থাকা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। তারা (বিএনপি) এখন জনআস্থার তীব্র সংকটে ভুগছে। আমরা চাই বিএনপি থাকুক, তবে অপরাজনীতি ত্যাগ করে দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা তারা পালন করুক।

বুধবার (২ জুন) সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি রাজনীতিতে আছে, তবে ভিন্ন কায়দায়। তাইতো জনগণ মনে করে বিএনপি আছে বলে ষড়যন্ত্র ও আন্দোলনের নামে আগুন সন্ত্রাসও দেশে আছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা কাজের কাজ না করে ভাঙ্গা রেকর্ড বাঁজিয়ে চলেছে। প্রতিহিংসা নয়, সরকার উদার বলেই খালেদা জিয়া এখন পছন্দের ডাক্তারের কাছে চিকিৎসা নিতে পারছেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন এবং ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির ষড়যন্ত্র ও উন্নয়নবিমুখ রাজনীতিতে সংকটের প্রকট ছায়া ফেলেছে। তাই বিএনপি এখন হতশ্রী ও জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: