সাইফুল বাতেন টিটোর ‘জাতের নামে বজ্জাতি’

একুশে গ্রন্থমেলা-২০১৯ এ লেখক ও ব্লগার সাইফুল বাতেন টিটোর ‘জাতের নামে বজ্জাতি’ বইটি পাওয়া যাচ্ছে।

এটি তার দ্বিতীয় বই। এ বইটি একটি ছোট গল্পের সংকলন। বইটি প্রকাশ করেছে অগ্রদূত অ্যান্ড কোম্পানি।

টিটো একজন লেখক ও ব্লগার। তিনি ১৯৮৩ সালের ১২ জুন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিঠাখালি গ্রামের মাতুলায়ে জন্মগ্রহণ করেন।

বাবা আব্দুল লতিফ আকন স্কুল শিক্ষক হওয়ায় ছোটবেলা থেকেই তিনি প্রচুর বই পড়ার সুযোগ পান।

সাইফুল বাতেন টিটো ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ছিলেন উদাসীন। ক্লাসের বইয়ের বদলে গল্প উপন্যাস পড়তেই বেশি পছন্দ করতেন।

 

তার প্রথম ছোট গল্প সংকলন ‘ক্লিনিক্যাল লায়ার’ প্রকাশিত হয়েছিল গত বছর বইমেলায়।

 

 

টাইমস/টিআর/এক্স

Share this news on: