খুলনা বিভাগে একদিনে করোনায় ৬ জনের মৃত্যু

খুলনা বিভাগে করেনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিভাগের ১০টি জেলায় নতুন করে ২৫২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬০ জন।

শনিবার (৫ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনায় দইজন, চুয়াডাঙ্গায় দুজন, ঝিনাইদহে একজন ও কুষ্টিয়ায় একজন মারা গেছেন।

এছাড়া শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত ১০ জেলায় মোট ৩১ হাজার ৭৫৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা য়ায়, বিভাগে আক্রান্তু ও মৃতের হিসেবে শীর্ষে রয়েছে খুলনা। এ পর্যন্ত খুলনায় ১০ হাজার ২২৪ জন করোনায় মারা গেছেন।

এছাড়া করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বাগেরহাটে ৪৬ জন, সাতক্ষীরায় ৪৭ জন, যশোরে ৮১ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় ২৩ জন, ঝিনাইদহে ৫৭ জন, কুষ্টিয়ায় ১১৯ জন, চুয়াডাঙ্গায় ৬৪০ জন এবং মেহেরপুরে ২৩ জন মারা গেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: