ফরিদপুরে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

ফরিদপুরের ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের সদস্য সন্দেহে তিন যুবককে আটক করেছে র‌্যাব। আটকরা হল- চতলারপাড় গ্রামের খলিল শেখ (২১), ফেলো মাতবরকান্দি গ্রামের শওকত মাতুব্বর (২২) ও মগড়া গ্রামের মারুফ হাওলাদার (২০)।

শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের চতলারপার গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব-৮ এর একটি দল তাদের আটক করে। আটক যুবকদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, ভাঙ্গা উপজেলার চতলারপার গ্রামের কিছু প্রতারক প্রতারণার মাধ্যমে বিকাশ থেকে টাকা হাতিয়ে নিতো। অভিযোগের সত্যতা পেয়ে শুক্রবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় আটকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম।

 

টাইমস/এসএন

Share this news on: