চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি

করোনাকালীন প্রণোদনা হিসেবে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। রোববার (৬ জুন) দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। একই দাবিতে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শাহবাগে জনসমাবেশ করার ঘোষণাও দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, করোনায় শিক্ষার্থীদের প্রায় দুই বছর সময় জীবন থেকে নষ্ট হতে চলছে। তাই করোনাকালীন সরকারের সব প্রণোদনার পাশাপাশি মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরে বেকার যুবকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রণোদনা স্বরূপ’ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে ৩২ বছরে উন্নীত করার দাবি জানাই।

তারা বলেন, করোনাকালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পরিমাণও ৮৭ শতাংশ কমে ১৩ শতাংশে নেমে এসেছে। তাই চাকরিতে আবেদনের বয়স স্থায়ীভাবে দুই বছর বাড়িয়ে ৩২ বছর করলে সকলেই তাদের হারিয়ে যাওয়া সময় ২ বছর ফিরে পাবে।

এদিকে দাবি বাস্তবায়নে আগামী ১১ জুন স্বাস্থ্যবিধি মেনে শাহবাগে জনসমাবেশের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, সরকার বিব্রত হবে এমন কোন কর্মসূচি আমরা দেব না। শান্তিপূর্ণ ভাবে দাবি আদায়ের জন্য চেষ্টা চালিয়ে যাবো।

চাকরিপ্রত্যাশীদের পক্ষে তানভীর হোসেন, সাজিদ রহমান, সুমনা রহমান ও আনোয়ার সাকিন বক্তব্য প্রদান করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসএন

Share this news on: