লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ, ৭ জেলায় কড়াকড়ি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এছাড়া দেশের সীমান্তবর্তী ৭টি জেলায় বিশেষ কড়াকড়ি আরোপ করেছে সরকার।

রোববার (৬ জুন) ‘লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল সোমবার (৭ জুন) থেকে ১৬ জুন পর্যন্ত এ ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। লকডাউনের বর্ধিত সময়ে দেশে আগের মতোই সব পর্যটন কেন্দ্রগুরো বন্ধ থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিসও একই রকমভাবে বন্ধ থাকবে।

তবে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী ৭ জেলার বিষয় উদ্বিগ্ন সরকার। এসব জেলায় কীভাবে লকডাউন আরও কার্যকর করা যায়, সেটা নিয়ে প্রজ্ঞাপনে স্থানীয় প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: