প্রবল বর্ষণে চট্টগ্রামে জলবাদ্ধতা

প্রবল বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই ভারি বর্ষণে নগরীর প্রধান প্রধান সড়ক, বিপণী বিতান ও শপিংমলগুলোতে পানি ঢুকে পড়েছে।

রোববার (৬ জুন) সকাল থেকেই চট্টগ্রামে ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌছেছে। মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আগামী দুদিন থাকবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার বেলা ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু ক্রমশঃ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশে বৃষ্টিপাত চলবে।

এদিকে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেট, চকবাজার কাঁচা বাজার, মোগলটুলি, বেপারী পাড়া, সরাইপাড়া, হালিশহর, ঈদগাহ ডিটি রোড, বাকলিয়া ডিসি রোড, পাঁচলাইশ, কাতালগঞ্জ, কমার্স কলেজ রোড, সিডিএ আবাসিকের কয়েকটি সড়কে রোববার দুপুরে হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে।

এছাড়া নগরীর ওয়াসার মোড়, বাকলিয়ার কয়েকটি এলাকা, পাঠানিয়া গোদা, জামালখান শিকদার হোটেলের পাশের গলি, গোয়ালপাড়াসহ কিছু এলাকার ঘর ও দোকানে পানি উঠে গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: