রাজশাহীতে করোনা টেস্টের ভ্রাম্যমাণ ক্যাম্প চালু

রাজশাহী নগরীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ ক্যাম্প চালু করা হয়েছে। এতে সহজেই নগরীর বাসিন্দারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারছেন।

রোববার (৬ জুন) সকাল ১০টা থেকে নগরীর পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ক্যাম্প বসিয়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়।

রাজশাহীর সিভিল সার্জন কাউয়ুম তালুকদার গণমাধ্যমকে বলেন, সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সিভিল সার্জন অফিসের একটি টিম ভ্রাম্যমাণ ফ্রি করোনা টেস্ট ক্যাম্প স্থাপন করে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ক্যাম্পটি উদ্বোধন করেন।

তিনি আরও বলেন, আমরা এক হাজার ২০০ জনের করোনা টেস্ট করব। এর মধ্যদিয়ে সাধারণ মানুষের মাঝে সংক্রমণ কতটা ছড়িয়েছে তার একটা ধারণা আমরা অর্জন করব।

 

টাইমস/এসএন

Share this news on: