এসএসসি পরীক্ষা হবেই, এইচএসসি পরে

চলমান করোনাভাইরাস মহামারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা। অনলাইন মাধ্যমে ও অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের পড়াশুনার ভিতরে রাখার চেষ্টা করা হলেও তা কতটা ফল দেবে এ নিয়ে রয়েছে সংশয়। এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

সোমবার (৭ জুন) সংবাদমাধ্যমকে তিনি এসব কথা জানান।

নেহাল আহমেদ বলেন, পরীক্ষা কবে হবে তা এখনও নিশ্চিত নয়। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। পরিস্থিতির উন্নতি হলেই আমরা কাজ শুরু করব।

এদিকে চলমান করোনা পরিস্থিতিতে সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে তারা।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার জন্য তালিকাভুক্ত সব কেন্দ্রকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

 

টাইমস/এসএন

Share this news on: